সিরাজগঞ্জের রায়গঞ্জে ভুট্টা প্রদর্শনীর মাঠদিবস অনুষ্ঠিত

310

1

এ.টি.এম. ফজলুল করিম, সিরাজগঞ্জ থেকে: উপজেলা কৃষি অফিসের আয়োজনে রাজস্বখাতের আওতায় হাইব্রিড ভুট্টা সুপারসাইন-২৭৬০ জাতের প্রদর্শনীর ওপর এক মাঠদিবস গত ২৩ এপ্রিল সিরাজগঞ্জস্থ রায়গঞ্জের মিরেরদেউলমুড়া গ্রামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নাজমুল হক মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহা আলী মন্ডল এবং উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আব্দুস সালাম মোল্লা।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ভুট্টা পুষ্টিসমৃদ্ধ একটি দানাদার ফসল। রবি-খরিফ দু’মৌসুমেই আবাদ করা যায়। হেক্টরে ১০ হতে ১২ টন পর্যন্ত উৎপাদন হয়। অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভজনক। রুটি, বিস্কুট, কেকসহ নানা বেভারেজ সামগ্রি তৈরিতে ভুট্টার ব্যবহার হয়। গবাদিপশু ও পোল্ট্রি ফিড তৈরিতে এর ব্যবহার গুরুত্ব বহন করে। এছাড়া রং শিল্পে এবং কাপড়ের মাড় তৈরিতেও ব্যবহৃত হয়। তিনি উপস্থিত সকল চাষিদেরকে সুপারসাইন- ২৭৬০ জাতের ভুট্টা আবাদের আহ্বান জানান। প্রদর্শনীচাষি মো. নূরুন নবী বলেন, ভুট্টা চাষে খরচ কম, লাভ বেশি। এবার হেক্টরে ১০.৫ টন ফলন পেয়েছি, যার বর্তমান বাজারমূল্য ১৪ টাকা কেজি হিসেবে ১ লক্ষ ৪৭ হাজার টাকা। মাঠদিবসের আলোচনায় লাভজনক ফসল হিসেবে ভুট্টা চাষ সম্প্রসারণ, এর বহুমূখী খাবার তৈরি, পোল্ট্রিফিড হিসেবে এবং মানুষের জন্য পুষ্টিসমৃদ্ধ খাবার হিসেবে জনপ্রিয় করার বিষয়গুলো প্রাধান্য পায়। এতে প্রায় ৪ শতাধিক কৃষাণ-কষাণী উপস্থিত ছিলেন।