সাটুরিয়ায় শ্রেষ্ঠ মৎস্যচাষিদের পুরস্কার প্রদান

351

saturia-1

মো. সোহেল রানা খান, মানিকগঞ্জ থেকে: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিতি হয়েছে।

সোমবার সাটুরিয়া উপজেলা পরিষদ হলরুমে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ফারজানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন-সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝটোন চন্দ্র সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা সালাম নুর ই- ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন, দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমানসহ প্রমুখ।

উপজেলার ৯টি ইউনিয়নের শ্রেষ্ঠ গুণগত পোনা মাছ উৎপাদকারী, শ্রেষ্ঠ দেশীয় মাছ উৎপাদনকারী এবং শ্রেষ্ঠ মাছ উৎপাদনকারী তিন ক্যাটাগরিতে মৎস্য চাষীদের পুরস্কার দেয়া হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম