সাভারে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

303

dlqaZQ_1506774769

বজ্রপাতের ঝুঁকি মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সাভারে তাল গাছ বীজ রোপন করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাভারের তেতুলঝড়া ইউনিয়নে তাল গাছের বীজ রোপনের এই কর্মসূচির আয়োজন করা হয়।

পর্যাক্রমে সাভার উপজেলার প্রতিটি ইউনিয়ন বজ্রপাত ঝুঁকি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছের বীজরোপন করা হয়ে। তাল গাছের বীজ রোপন কর্মসুচি উদ্বোধন করেন সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর।

উদ্বোধন শেষে তিনি জানান, প্রাথমিকভাবে ১ হাজার বীজ রোপন করা হয়েছে। পরবর্তীতে তাল গাছের বীজ রোপন কর্মসূচি সাভারের প্রতিটি ইউনিয়নে আয়োজন করা হবে।

এছাড়া তিনি আরও বলেন, গ্রিন সাভার এবং ক্লিন সাভার গড়ে তোলা হবে। এ জন্য যুব সমাজসহ সচেনত মহলের সহযোগী কামনা করেন তিনি।

অনুষ্ঠানে তেতুলঝড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যসহ স্থানীয়রাও উপস্থিত ছিলেন।

কৃষিবিষয়ক পত্রিকা ও কৃষিভিত্তিক অনলাইন সম্পাদকদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম