সিকৃবির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

343

সিকৃবি
সিলেট থেকে: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার উদযাপিত হয়েছে। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপর উড়ানো হয় শান্তির প্রতীক সাদা পায়রা ও রঙিন বেলুন। নানা রঙের পোশাকে সজ্জিত হয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. আবুল কাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুণ্ডুর সঞ্চালনায় বক্তব্য রাখেন রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পীযুষ কান্তি সরকার, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মো. আনিসুর রহমান, কর্মচারী সমিতির সভাপতি শাহ আলম সুরুক। সভায় বিভিন্ন অনুষদের ডিন, দফতর প্রধান, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সিকৃবির ছয়টি অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তায় রঙিন আলপনা এঁকেছে সিকৃবি আর্ট ক্লাব। ২০০৬ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দেশের কৃষিসেবায় কাজ করছে। সিলেট সরকারি ভেটেরিনারি কলেজ থেকে মাত্র ৫০ একর জায়গা নিয়ে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিঃক্যাম্পাস হিসেবে ফেঞ্চুগঞ্জ-তামাবিল বাইপাস সড়কের পাশে খাদিমনগর এলাকায় ১২.৩ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন