সিভাসুতে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শনিবার

303

সিভাসু

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আগামী শনিবার (১২ মে) থেকে শুরু হবে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন।

টেকসই খাদ্য ব্যবস্থায় মৎস্য ও প্রাণি সম্পদের ভূমিকা শীর্ষক সিভাসুর অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য সম্মেলনটি শনিবার সকালে সম্মেলন উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং রবিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল মান্নান।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনের মিডিয়া উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. আশরাফ আলী বিশ্বাস, সিভাসুর ফুড সাইন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. রায়হান ফারুক, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. নুরুল আবসার খান, রেজিস্ট্রার মির্জা ফারুক ইমাম, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমিন চৌধুরী প্রমুখ।

প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, ‘১৫তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে এবারের প্রতিপাদ্য বিষয় ‘বাংলাদেশের মতো একটি মধ্যম আয়ের দেশে টেকসই খাদ্য ব্যবস্থায় মৎস ও প্রাণি সম্পদের ভূমিকা’। সম্মেলনে সাতটি টেকনিক্যাল সেশনে ১টি মূল প্রবন্ধ এবং ৪৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।

দেশ বিদেশের ২৫০ ডেলিগেট উপস্থিত থাকার কথা। এর মধ্যে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়াসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থার প্রায় ২৫০ বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, পরিবেশবিদ, পেশাজীবী, এনজিও কর্মী, উন্নয়ন সহযোগি ও দাতা সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।’

Rafid

 

কুমিল্লায় আঞ্চলিক পর্যায়ে কৃষি আবহাওয়া তথ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন