সিভাসুতে বসন্তকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

322

DSC001

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে বুধবার (১৪ মার্চ) বসন্তকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স এ টেকনোলজি অনুষদ এই পিঠা উৎসবের আয়োজন করে।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত উক্ত পিঠা উৎসবের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এম. নুরুল আবছার খান।

ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. রায়হান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর এমএ হালিম, ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমিন চৌধুরী, রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (বহিরাঙ্গণ কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ, প্রফেসর ড. মো. আশরাফ আলী বিশ্বাস, ফুড সায়েন্স এ- টেকনোলজি অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান যথাক্রমে শিরিন আক্তার, ফেরদৌসী আক্তার, কাজী নাজিরা শারমিন ও ফাহাদ বিন কাদের।

DSC003

উৎসবে মোট ১৪টি স্টল ছিল। বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত উক্ত পিঠা উৎসবে ছাত্রছাত্রীদের তৈরি মধুভাত, ডোরাকাটা বিস্কুট পিঠা, ঝিনুক পিঠা, ননাই পিঠা, স্নোবল, ক্রিস্পি পকেট, নারিকেল নাড়ু, নকশি পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শিত করা হয়।

পিঠা উৎসব উপলক্ষে শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন