সিভাসু’র প্রধান ফটকে ‘ক্ষণগণনা’ শুরু

339

_DSC2683
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রধান ফটকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের ‘ক্ষণগণনা’(কাউন্টডাউন) শুরু হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্থাপিত ডিজিটাল ডিসপ্লেতে ‘ক্ষণগণনা’র উদ্বোধন করেন ।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে এ সময় ১০০টি বেলুন উড়ানো হয়।

ফার্মসএন্ডফার্মার২৪/১১জানু২০২০