নীলফামারী: জেলার সৈয়দপুর উপজেলায় কৃষি প্রণোদনা পাবেন ৮১০ জন কৃষক। কর্মসূচির আওতায় ইতোমধ্যে ১০০জন কৃষকের মাঝে ওই প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পাবেন অবশিষ্ট কৃষকরা।
সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্র জানায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০১৮-২০১৯ অর্থবছরে রবি ও খরিফ -১ মৌসুমে মোট ৮১০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা পাবেন। উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌর সভার কৃষকের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হবে। প্রণোদনার মধ্যে রয়েছে সরিষা, ভূট্টা, মুগডাল, গম ও বিটি বেগুন বীজ ও সার। প্রতিজন কৃষক ১ বিঘা জমিতে চাষের জন্য ওই বীজ ও সার পাবেন।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. হোমায়রা মন্ডল বলেন, ওই প্রণোদনা বিতরণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। কর্মসূচির আওতায় ৯৫ জন কৃষকের মাঝে ১ কেজি করে বারি-৯ জাতের সরিষা বীজ, ৫ জন কৃষকের মাঝে ২০ গ্রাম করে বিটি বেগুন বীজ ও প্রতিজন কৃষকের মাঝে ২০ কেজি করে ডিএমপি সার, ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। প্রতিজন কৃষক ১ বিঘা করে জমিতে এসব ফসল ফলাবেন। পর্যায়ক্রমে আরো ৭১০জন কৃষকের মাঝে ওই প্রণোদনার বীজ সার বিতরণ করা হবে।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন