সোনার মাটি

550

নাহিদ বিন রফিক

শহীদ গাজীর পূণ্যভূমি
সোনার মাটি সোনার দেশ
বেজায় ফলন দিচ্ছো তুমি
সম্ভাবনার নেইকো শেষ।

ফল-বনায়ন হচ্ছে কেবল
আশেপাশে বনে বনে
মাছ,মুরগি, গাভী নিয়ে
মহাব্যস্ত জনে জনে।

ঘর-উঠোনে কাজ পড়েছে
কৃষাণীরা নেইতো বসে
চতুর কাজের ফাঁকে ফাঁকে
শাড়ি, চুড়ি বায়না কষে।

সব ফসলের হচ্ছে চাষ
মাঠের পরে মাঠ
পণ্য বিকে অর্থ পেলে
গরম হবে হাট।