সোনালি মুরগির খাদ্য ও পানি ব্যবস্থাপনা

463

সোনালি মুরগির খাদ্য ও পানি ব্যবস্থাপনাঃ

সাধারণত মার্কেটে সোনালি মুরগির ২ ধরণের খাদ্য পাওয়া যায়।

সোনালি স্টার্টার ফিড
সোনালি গ্রোয়ার ফিড
বয়স অনুযায়ী মুরগির খাদ্যের ধরণে পরিবর্তন হয়ে থাকে। নির্দিষ্ট বয়সে মুরগির দৈহিক পুষ্টি চাহিদার উপর ভিত্তি করে নির্দিষ্ট আকার, আকৃতি এবং পুষ্টিমানসম্পন্ন ফিড তৈরি করা হয়ে থাকে। তাই সর্বোচ্চ ভালো ফলাফল পেতে মুরগিকে তার বয়স অনুযায়ী নির্দিষ্ট ধরণের খাদ্য প্রদান করা উচিত।

খাদ্যের নাম খাদ্য প্রদানের বয়স উক্ত সময়ে সম্ভাব্য ওজন খাদ্যের ধরণ
সোনালি স্টার্টার ফিড ১ – ৩০ দিন পর্যন্ত ৩০০-৩৫০ গ্রাম পর্যন্ত ক্রাম্বল
সোনালি গ্রোয়ার ফিড ৩১ দিন থেকে বিক্রয় পর্যন্ত ৩০০-৩৫০ গ্রামের অধিক থেকে বিক্রয় পর্যন্ত পিলেট
সোনালি মুরগিতে খাদ্য প্রদানে সতর্কতাঃ
সোনালি মুরগির ক্ষেত্রে পাত্রে খাদ্য শেষ হবার পরেই আবার খাদ্য প্রদান করতে হবে। তবে মনে রাখতে হবে যে, খাদ্য একবারে পাত্র পরিপূর্ণ করে না দিয়ে পাত্রে কিছুটা খালি জায়গা রাখতে হবে। এতে খাদ্যের অপচয় কম হবে। চেষ্টা করতে হবে বার বার ফ্রেশ খাবার প্রদান করতে।
মুরগির সেডে খাদ্যের পাত্র মুরগির পিঠ বরাবর উঁচুতে সেট করতে হবে। পাত্র খুব বেশি উঁচুতে সেট করলে মুরগি খাদ্য নাগাল না পেলে খাদ্য গ্রহন কমে যেতে পারে। পাশাপাশি খাদ্যের পাত্র খুব বেশি নিচেও সেট করা যাবে। এতে খাদ্যের অপচয় হতে পারে।
হুট করেই মুরগির খাদ্য পরিবর্তন করা যাবে না। সোনালি স্টার্টার থেকে সোনালি গ্রোয়ার ফিডে যাওয়ার আগে অবশ্যই ৩ দিন খাদ্য মিক্সিং করে খাওয়াতে হবে।
সোনালি মুরগির খাদ্য পরিবর্তনের নিয়ম
সোনালি স্টার্টার থেকে সোনালি গ্রোয়ারে যাওয়ার সময় ফিড পরিবর্তনে মিক্সিং এর নিয়মঃ
সময় (দিন) সোনালি স্টার্টার সোনালি গ্রোয়ার
১ম দিন ৭৫% ২৫%
২য় দিন ৫০% ৫০%
৩য় দিন ২৫% ৭৫%
৪র্থ দিন দেয়া লাগবে না ১০০%
বিঃদ্রঃ খাদ্য পরিবর্তনের সময় অবশ্যই উক্ত নিয়মে খাদ্য মিক্সিং করে পরিবর্তন করতে হবে।

পানি ব্যবস্থাপনাঃ
মুরগিকে সুস্থ-সবল রাখতে এবং সর্বোচ্চ উৎপাদন পেতে সর্বদা আয়রন ও জীবাণুমুক্ত পরিষ্কার পানি প্রদান করতে হবে।
সাধারণত মুরগি যতটুকু খাদ্য খায়; তার প্রায় ২-২.৫ গুন পানি পান করে থাকে।
চার্টে উল্লেখিত বয়স অনুযায়ী মুরগিকে পর্যাপ্ত পরিমানে পরিষ্কার পানির পাত্র দিতে হবে। পানির পাত্র প্রয়োজনের তুলনায় কম হলে মুরগির পারফর্মেন্স ভাল হবে না।
দৈনিক ৪-৫ বার জীবাণুমুক্ত পানি প্রদান করতে হবে। অতিরিক্ত পানি থাকলেও তা ফেলে দিয়ে নতুন পানি দিতে হবে।
পানি পড়ে যেন লিটার ভিজে না যায়, সেজন্য পানির পাত্র একটু উঁচু জায়গায় ইট বা কাঠের উপরে সেট করতে হবে।
অনেক সময় পানির পাত্র লিটার (তুষ) এবং মুরগির পায়খানা পড়ে থাকতে দেখা যায়। ক্ষেত্রে অবশ্যই উক্ত ময়লাযুক্ত পানি ফেল নিয়ে ফ্রেশ নতুন পানি দিতে হবে।

পানির পাত্র অথবা পানির পাইপ এবং পানির লাইন নিয়মিত পরিষ্কার করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/০৮এপ্রিল ২০২২