হাঁস মুরগির নকল কলেরা ভ্যাকসিন ক্রয়ে সতর্কতা অবলম্বন করুন

637

হাসঁ-মুরগীর নকল কলেরা টিকা ক্রয় থেকে বিরত থাকার জন্য সকল খামারীদের সতর্ক করা যাচ্ছে।
প্রাণিসম্পদ বিভাগ, কুমিল্লা এর উদ্যোগে শেখ মেহেদি ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এর নেতৃত্বে একটি মোবাইল কোট কুমিল্লা শহরের বেশ কয়েকটি ভেটেরিনারি ফার্মেসীতে অভিযান চালান এবং নকল কলেরা টিকা জব্দ করেন ও ২ টি দোকানকে ৪০,০০০/- টাকা জরিমানা করেন।

সকল ইউএলও, ভিএসকে এ ব্যাপারে ঔষধের ফার্মেসীগুলোতে তীক্ষ্ণ নজরদারি এবং খামারীদের সতর্ক করার জন্য অনুরোধ জানাচ্ছি।

সরকারী টিকা ফার্মেসীতে বিক্রয় করা আইনত দন্ডনীয়।
কোন ফার্মেসীতে সরকারী টিকা পাওয়া গেলে সাথে সাথে নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জনকে অবহিত করার জন্য খামারীবৃন্দকে অনুরোধ জানাচ্ছি।
এখানে নকল ও অরিজিনাল টিকার বোাতলের ছবি দেয়া হল।

সূত্র: সোনালি কৃষি

ফার্মসএন্ডফার্মার/১৯সেপ্টেম্বর২০