হাইব্রিড জাম্বু ঘাস কেনো লাগাবেন??
এই ঘাসের বৈশিষ্ট্য হলোঃ
১. দ্রুত বর্ধনশীল উচ্চ দিগুণ ফলনশীল।
২. ৩৫-৪০ দিনেই অনেক বড় হয় ।
৩. এই ঘাসের গোড়া মোটা হয় কিন্ত নরম হয়।
৪. ইন্ডিয়া সুদান ঘাস সারা বছর চাষ, ২/৩ বার কাটা যায়।
৫. এই ঘাস গরু, মহিষ, ছাগল, ভেড়া,গাড়ল,সবাই ভালো খায়।
৭. হিরো,সুইট জাম্বু একবার লাগালে ২/৩ বার কাটা যায়
৮. মিষ্টি হাইব্রিড জাম্বু ঘাস ৬/৭ বার কাটা যায়।
৯. এই ঘাস খেলে গাভীর দুধের পরিমাণ বেড়ে যায়।
১০. এই ঘাস কেটে সহজে অন্য ফসল চাষ করা যায়।
১১.জাম্বু ঘাসে বেশী যত্ন প্রয়োজন হয় না।
১২. হাইব্রিড জাম্বু ঘাস ৭ফুট পযন্ত লম্বা হয়।
১৩.এই ঘাসের শিকড় মাটির গভীরে প্রবেশ করে এজন্য শুকনো মাটিতে ফলন ভালো হয়।
১৪. ঘাসে ৮-১০% ক্রুড প্রোটিন এবং ২% ক্রুড ফ্যাট।
১৫. হজম যোগ্য এনার্জি ১০.৯” মেজুল/ কেজি।
১৬. ক্যালসিয়াম ৪.১ গ্রাম।
সারা বাংলাদেশ কুরিয়া সার্ভিস মাধ্যমে মাল পৌছে দেয় 01721-667898 ইমো/হোয়াটসঅ্যাপ।
ফার্মসএন্ডফার্মার/০৭নভেম্বর২০২০