হুমকির মুখে স্তন্যপায়ী প্রানী মুরার স্যডলব্যাক

403

প্রানী

ব্রাজিলের মুরার স্যডলব্যাক বানর দেখতে খুবই ছোট। এরা লম্বায় ৯.৪ ইঞ্চি, তবে লেজের দৈর্ঘ্য শরীরের চেয়ে বেশি। লেজ প্রায় ১২.৬ ইঞ্চি লম্বা হয়। এদের ওজন ২১৫ গ্রামের বেশি হয় না। বানরটি গায়ের রঙ বিভিন্ন বর্ণের। এদের দেহ কমলা, সাদা, লাল এবং মুখমণ্ডল কালো ও ধুসর বর্ণের। দূর থেকে এদের পাখি ভাবলে বেশি ভুল করা হবে না।

মুরার স্যডলব্যাক বানর মানুষের কাছাকাছি আসতে পছন্দ করে। আকার ও গায়ের রঙের ব্যবহারের জন্য এরা প্রাণীবিজ্ঞানীদের নজর কেড়েছে। মুরার স্যডলব্যাক বানর শুধু ব্রাজিলের উত্তর-পশ্চিমে অবস্থিত আমাজোনাস প্রদেশে বাস করে। এটি ব্রাজিলের বৃষ্টিবনাঞ্চল।

বিশেষ করে আমাজোনাসের পুরুস ও মাদেইরা নদীর তীরবর্তী বেসিনে বসবাসকারী আদিবাসী মুরা আমেরিন্ডিয়ানসদের এলাকাগুলোর পাশে বেশি পাওয়া যায়। তাই তাদের নামানুসারেই এ-বানরের নাম মুরার স্যাডলব্যাক টামারিন বা সাগুইনাস ফুসিকোলিস মুরা।

বানরটি ২০০৭ সালে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি কর্তৃক আবিষ্কৃত হয়। আইইউসিএন মুরার বানরকে Vulnerable বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকে।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ