১০ ফুট ৭ ইঞ্চি লম্বা গরুর শিং!

531
ছবি: দ্য সান
ছবি: দ্য সান
ছবি: দ্য সান

বিশ্বের সবচেয়ে দীর্ঘ শিঙের রেকর্ড এখন টেক্সাসের একটি গরুর। ৭ বছর বয়সী গরুটির নাম পোঞ্চ। পোঞ্চের শিঙের এক প্রান্ত থেকে অন্য শিঙের অন্যপ্রান্ত পর্যন্ত দৈর্ঘ ১০ ফুট ৭ ইঞ্চি। এর আগে যে গরুটির দখলে এই রেকর্ড ছিল তার চেয়ে পোঞ্চের শিং এক ইঞ্চিরও বেশি বড়।

এর মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেয়েছে সে। তাকে মাত্র ৬ মাস বয়সের সময় কিনে নিয়েছিলেন জেরাল পোপ জুনিয়র। তাকে তার আলাবামার গুডওয়াটারে একটি খামারে লালনপালন করছেন।

জেরাল পোপ বলেছেন, পোঞ্চের শিং প্রথমে বাঁকানো হয়ে উঠেছিল। পরে সেই বাঁক ছেড়ে সোজা হয়ে বড় হতে থাকে। তার বয়স যখন চার বছর, তখনই তার শিং এত বেড়ে যাওয়ার দিকে নজর পড়ে তাদের। তারা মনে করেন, সে রেকর্ড গড়তে পারবে। সূত্র : দ্য সান।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/ মোমিন