১৫ শতাংশ জমিতে শাকসবজি চাষে প্রতিদিন আয়

930

শাকসবজি চাষ

মাত্র ১৫ শতাংশ জমি থেকে প্রতিদিন ৫০০ টাকা আয় করা সম্ভব। কৃষি ক্ষেত্রে শিক্ষিত মানুষের অংশগ্রহন খুবই কম। এখন শিক্ষিত মানুষ এগিয়ে আসছে এবং কৃষির তথ্যউপাত্য পেতে ইন্টারনেটের ব্যবহার করা হচ্ছে। শাকসবজি চাষের মাধ্যমে প্রতিদিন এই টাকা আয় করা সম্ভব। আমরা জানি কিছু শাকসবজির জীবনকাল ২৫-৩০ দিন। এই শাকসবজি ৩০ দিনের মধ্যেই তোলা যায়। ১৫ শতাংশ জমিতে ৩০টি বেড তৈরী করুন। এক দিন পর পর প্রতিটি বেডে শাকসবজির বীজ রোপণ করুণ এবং তারপর ১ থেকে ৩০ নাম্বার বেডের নাম্বারিং ঠিক রাখতে হবে। রোপণের ৩০ দিন পর ১ নং বেডের শাকসবজি তুলুন এবং বাজারে বিক্রি করুণ এবং সাথে সাথে আবার ঐ বেডে শাকসবজির বীজ রোপণ করুণ। একই ভাবে প্রতিদিন ভালো একটা আয় করা সম্ভব।