১ কেজি ইলিশ কিনতে ৮ মন আলু বিক্রি

855

thakurgaon-news

সারমিন আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি: মৌসুমের শুরুতে ঠাকুরগাঁওয়ের হাট বাজারে প্রতিকেজি আলু প্রকার ভেদে ৩০-৩৫ টাকা দরে বিক্রি হয়েছিল। ১ মাসের ব্যবধানে দাম কমিয়ে সেই আলু বিক্রি হচ্ছে এখন ৩-৪ টাকা কেজি দরে।
মঙ্গলবার সকালে শহরের কালিবাড়ি বাজারে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের কৃষক জয়নাল আবেদীন তার পারিবারিক অনুষ্ঠানের জন্য ইলিশ মাছ কিন্তে যায়। তার কাছে দাম হাকে ১কেজি ইলিশ ৮শ টাকা।

জয়নাল আবেদীন জানান, ১ কেজি ইলিশ মাছ কিনতে তাকে ৮ মন আলু বিক্রি করতে হবে। পরে তিনি ইলিশ মাছ না কিনে মাংস কিনেছেন। কিন্তু ১ কেজি মাংস কিনতেও ৪ মন আলু বিক্রি করতে হয়েছে জয়নালকে। জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রতনাই কাশিবাড়ি গামের শরিফল ইসলাম বলেন,প্রতিকেজি আলু উৎপাদনে তার খরচ হয়েছে ৭-৮টাকা। অথচ সেই আলু বিক্রি করতে হচ্ছে ৩-৪ টাকা কেজিতে। এবার এ জেলায় আলু আবাদের লক্ষমাত্রা ধার্যকরা হয়েছে ২১ হাজার ৮শ হেক্টরে। কিন্তু লক্ষমাত্রা ছাঢ়িয়ে আবাদ হয়েছে ২৩ হাজার ৪শ ১৫ হেক্টরে।