হাঁসের বাচ্চার খাদ্য, টিকা ও করণীয়

1431

শখ করে কিংবা বাণিজ্যিকভাবে হাঁস পালনকারীদের অনেকেই বিড়ম্বনায় পড়েন কিভাবে হাঁসের বাচ্চার যত্ন নেবেন। বিশেষ করে ২১ দিন বা চার সপ্তাহ বয়স হওয়া পর্যন্ত করণীয় কি জানেন না। এখানে ৩ সপ্তাহ পর্যন্ত হাঁসের বাচ্চার খাদ্য, টিকা ও করণীয় কাজ দেওয়া হলো। যাতে খামারি ও হাঁস পালনকারীরা উপকৃত হতে পারেন।

বাচ্চা পরিবহন করে খামারে এনে সর্বপ্রথম রেনা লাইট স্যালাইন মিশ্রিত পানি পান করিয়ে আধাঘন্টা পরে খাদ্য দিতে হবে।

১ম দিন থেকে ২০ দিন পর্যন্ত শুধু মাত্র ব্রয়লার স্টাটার পিলেট ফিড খাবার পানির সাথে মিশিয়ে অথবা শুকনো গুড়ো করে খাওয়াতে হবে, তবে পানি যেনো বেশি না হয়, কেননা তাতে বাচ্চা ভিজে মারা যাবার সম্ভবনা অত্যাধিক।

এসময়ে অর্থাৎ ২৫ দিন বয়সের আগে বাচ্চাকে পানিতে নামানো যাবে না। আরামদায়ক তাপমাত্রার জন্য বাচ্চাকে ব্রডিং এর ব্যবস্থা করতে হবে।

পানির সাথে সেসব মেডিসিন খাওয়াতে হবে:

১. রেনামাইসিন পাউডার : ১ গ্রাম প্রতি ১ লিটার পানিতে, বয়স ৩-৭/৮ দিন পর্যন্ত।
২. রেনা ডব্লিউ এস পাউডার : ১ গ্রাম প্রতি ৩ লিটার পানিতে, প্রতি সাপ্তাহে ২/৩ দিন ।
৩. থায়াভিন প্লাস পাউডার : ১ গ্রাম প্রতি ১ লিটার পানিতে, প্রতি সাপ্তাহে ২/৩ দিন, ৪ সাপ্তাহ পর্যন্ত ।
৪. রেনা এ ডি৩ ই সিরাপ : ১ গ্রাম প্রতি ৩ লিটার পানিতে, প্রতি সাপ্তাহে ১/২ দিন ।
৫. রেনামক্স ৩০% পাউডার : ১ গ্রাম প্রতি ২ লিটার পানিতে, ৩০ দিন বয়স থেকে ৩৪ দিন পর্যন্ত ।

টিকা পদ্ধতি:
১. ডাক প্লেগ : বয়স ২৫ দিন, ১ মিলি করে রানের মাংসে।
২. ডাক প্লেগ : বয়স ৪২ দিন, ১ মিলি করে রানের মাংসে।( বুস্টার ডোজ )
৩. কলেরা : বয়স ৬০ দিন, ১ মিলি করে বুকের চামরার নিচে।
৪. কলেরা : বয়স ৭৫ দিন, ১ মিলি করে বুকের চামরার নিচে।( বুস্টার ডোজ)

তবে ডাক প্লেগ টিকা ২য় বার দেওয়ার পর থেকে ৪ মাস পর পর এব কলেরা টিকা ৬ মাস পর পর দিতে হবে।
ভিটামিন – মিনারেল প্রমিক্স, জিংক, আয়রন এ সকল যাবতীয় ঔষধ প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করে সরবারহ করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/০৫জানুয়ারি২০২১