৭ অক্টোবর মানবাধিকারের সার্বজনিন ঘোষণার ৭০তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

328

al

মানবাধিকারের সার্বজনীন ঘোষণার ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ৭ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, এমএম আলী রোড, দামপাড়া চট্টগ্রামে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড ফোরাম অন হিউম্যান রাইটস্ জেনেভা, স্টেপস টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট এবং চট্টগ্রাম সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম-সিএসডিএফ সম্মিলিতভাবে এ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেঁনে হোলেনস্টাইন ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস এর সিনিয়র হিউম্যান রাইটস্ এডভাইজার হেইকে আলেফসন।

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন-দেশ-বরেণ্য মানবাধিকার নেত্রী সুলতানা কামাল, স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, মানবাধিকার কর্মী জেসমিন সুলতানা পারু, তরুণদের প্রতিনিধি ইসমাইল মিন্টু, এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ও সহকারী অধ্যাপক এবিএম আবু নোমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী অধ্যাপক আহমেদ রাজিব চৌধুরী।

চট্টগ্রামে মানবাধিকারের সার্বজনিন ঘোষনার ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শনীতে চট্টগ্রামের মানবাধিকার কর্মী, শিক্ষক, নারী অধিকার, তরুণ সংগঠক, আইনজীবী, জনপ্রতিনিধি, সমাজকর্মী, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের যথাসমেয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সিএসডিএফ’র চেয়ারপার্সন এসএম নাজের হোসাইন, ভাইস চেয়ারপার্সন কাজী ইকবাল বাহার ছাবেরী, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক ও সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন