৮শ কেজির খটক মাছ!

472

265490_17420171104191649

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া প্রায় আটশ কেজি ওজনের একটি খটক মাছ। সামুদ্রিক এই মাছ খেলে দুরারোগ্য ক্যান্সার, হৃদরোগ ও যক্ষ্মা ভালো হয় এমন ধারণা রয়েছে স্থানীয়দের।

মাছটি ধরা পড়ার পর শনিবার দুপুরে শরণখোলার মৎস্য আড়তে আনা হয়। এত বড় মাছ ধরা পড়ার খবর পেয়ে সকাল থেকে শত শত মানুষ এটি দেখেতে ওই আড়তে ভীড় জমায়।

মৎস্য ব্যবসায়ী কবির আড়তদার জানায়, মাছটি ২০ ফুট লম্বা এবং এর ওজন প্রায় আটশ কেজি।

তিনি জানান, এ পর্যন্ত এক হাজার টাকা দরে দুইশ কেজি মাছ মানুষ কিনে নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, খটক মাছ সচরাচর জেলেদের জালে ধরা পড়ে না। তাই এ মাছের চাহিদা ও দাম অনেক বেশি। তাছাড়া অনেকের ধারণা, দুরারোগ্য ক্যান্সার, হৃদরোগ ও যক্ষ্মা ভালো হয়। তাই এক হাজার টাকা কেজি দরে অনেকে মাছটি কিনে নিয়েছেন।

মাথার সামনে লম্বা করাতের মতো থাকায় এ মাছকে করাত মাছ বা স ফিসও (sawfish) বলা হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম