দাফন সম্পন্ন, চিরঘুমে ফজলে হাসান আবেদ

513

abed_kobor

স্যার ফজলে হাসান আবেদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার দুপুর একটা ৪০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন হয়। পরে বনানী কবরস্থানে তার আরেকটি জানাজা হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকাল সাড়ে ১০টা থেকে স্যার ফজলে হাসান আবেদের লাশ আর্মি স্টেডিয়ামে রাখা হয়। সেখানে নানা শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করেন।

বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ৮৩ বছর বয়সে গত শুক্রবার রাত আটটা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হয়ে গত ২৮ নভেম্বর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।