কুমিল্লায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

705

কুমিল্লা

অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অঞ্চল, কুমিল্লার আয়োজনে তার কার্যালয়ে গত ৪ জুলাই আঞ্চলিক বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়।

মাঠ পর্যায়ে বিগত সময়ের কার্যক্রম এবং চলমান কার্যক্রম ও পববর্তী সময়ে কাজের প্রস্তুতি সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া এ সভার উদ্দেশ্য।

সরকার রূপকল্প ২০২১ এর যথাযথ বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ এবং সুশাসন সংহতকরণে সচেষ্ট। এ জন্য একটি কার্যকর, দক্ষ এবং গতিশীল প্রশাসনিক ব্যবস্থা একান্ত অপরিহার্য বলে সরকার মনে করে। এ পরিপ্রেক্ষিতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের জন্য সরকারি দপ্তরে কর্মসম্পাদন ব্যবস্থা পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে উক্ত সভায় বিস্তারিত আলোচনা করা হয়। মাসিক সভায় সভাপতিত্ব করেন- ডিএই, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, মো. জাহেদুল হক।

সভায় আরো আলোচনা করেন, কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, ডিএই, কুমিল্লা অঞ্চল; কৃষিবিদ আলী আহাম্মদ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর; কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা, ড. সাহিনুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, কুমিল্লা, কৃষিবিদ মো. ছাইফুল আলম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, ব্রাহ্মণবাড়িয়া, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা’র প্রতিনিধি মো. মহসিন মিজি।

এ ছাড়াও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হোমনা, কুমিল্লা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

সংবাদ লেখক: মো. মহসিন মিজি, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন