নোয়াখালীতে ২৯৪ কেজি পোনা মাছ অবমুক্ত

358

মাছ

মো. জাহাঙ্গীর আলম, নোয়াখালী থেকে: নোয়াখালীর ১৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৯৪ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের বড় পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস কর্মকর্তা ড. মোতালেব হোসেন, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা অঞ্চলের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) উপ-প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম সরদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

এর পরে বেলা ১১টায় জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) তন্ময় দাস, মৎস কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জেলা সার্কিট হাউজ দীঘিতে পোনা মাছ অবমুক্ত করেন।

২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় সদর উপজেলার এক লাখ টাকা ব্যায়ে ২৯৪ কেজি অবমুক্ত করা হয়।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন