ওয়ার্ল্ড ওবেসিটি ডে-২০১৮ উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ অক্টোবর, ২০১৮) বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
এ উপলক্ষে বিকেল ৩টায় বের হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। শোভাযাত্রা শেষে বিকেল ৪টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. রায়হান ফারুক এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মো. আ. হালিম।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন-অ্যাপ্লাইড ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের বিভাগীয় প্রধান কাজী নাজিরা শারমিন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রা ও সেমিনারে অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন