পার্বতীপুরে শত্রুতার জেরে বেগুন গাছে স্প্রে! ক্ষতি লক্ষাধিক টাকা

437

বেগুন-গাছ

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) থেকে: দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জমিতে মাত্রাতিরিক্ত আগাছানাশক স্প্রের মাধ্যমে লক্ষাধিক টাকার বেগুন ক্ষেত নষ্ট করার ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝিনাইকুড়ি স্কুলপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে আলতাফ হোসেনের জমিতে এ ঘটনা ঘটে। দক্ষিণ সালন্দার মৌজার ৫২৬৪ দাগের ৪৮ শতাংশ জমির রোপনকৃত বেগুন গাছে একই গ্রামের ঈমান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে আগাছানাশক স্প্রের মাধ্যমে ফসল নষ্ট করার অভিযোগ করেছেন।

এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ্য করে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন আলতাফ হোসেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আবু বক্কর সিদ্দিকের সাথে আলতাফ হোসেনের আদালতে মামলা চলছে। এরই জের ধরে বেগুন ক্ষেতে নষ্ট কারার ঘটনা ঘটেছে বলে উল্লেখ্য করেন আলতাফ হোসেন।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন