১। ব্রয়লার বাচ্চার জন্য স্বচ্ছ পরিস্কার, গুনগত মানের পানি ২৪ ঘন্টাই সরবরাহ করতে হবে।
২। প্রতিদিন খাদ্য এবং পানি গ্রহনের মাত্রা পর্যবেক্ষণ করতে হবে।
৩। ২১ সেঃ/৭০ফাঃ তাপমাত্রায় প্রতিদিন খাদ্য এবং পানি গ্রহনের অনুপাত সাধারন/বেল ড্রিংকার ১.৮ লিটারঃ১ কেজি।
৪। কাপসহ নিপল ড্রিংকারে ১.১৭:১ এবং কাপ ছাড়া নিপল ড্রিংকারে ১.৬:১ প্রতিদিন।
৫। প্রথম কয়েকদিন উল্লেখিত মাত্রার চেয়ে বেশী পানি গ্রহন করতে পারে।
৬। আদর্শ পানির তাপমাত্রা ১৫ সেঃ (৫৯ফাঃ) থেকে ২১ সেঃ (৭০ফাঃ) হওয়া উচিত।