কবুতরের ঠোঁট কিংবা চোখের পাতায় গোটা হলে যা করবেন

1311

hqdefaultকবুতরের ঠোঁট কিংবা চোখের পাতায় গোটা হলে করণীয় সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। আমাদের দেশে কবুতর পালন একটি লাভজনক পেশা। অনেকেই শখের বসে আবার কেউ কেউ বাণিজ্যিকভাবে কবুতর পালন করে থাকেন। কবুতর পালনে অনেক সময় কবুতরের চোখে কিংবা ঠোঁট গোটা দেখা যায়। আসুন জেনে নেই কবুতরের ঠোঁট কিংবা চোখের পাতায় গোটা হলে করণীয় সম্পর্কে-

কবুতরের ঠোঁট কিংবা চোখের পাতায় গোটা হলে করণীয়ঃ
মশার কামর কিংবা অপরিস্কার জনিত কারনে বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণের কারনে এই সমস্যা দেখা দেয়। নিচে এই সমস্যার সমাধান নিয়ে একটু আলোচনা করা হল-

১। প্রথমত কবুতরের থাকার স্থান পরিস্কার রাখতে হবে যাতে ময়লা না হয়।

২। কবুতরের থাকার স্থানে মশা যাতে কম হয় সেই ব্যবস্থা নিতে হবে।

৩। যদি গোটা হয়েই যায় তাহলে প্রাথমিক ভাবে গোটাটি ছোট থাকতেই খুটে পয়জন হলে সেটা পরিস্কার করে পটাশ / কেরোসিন তেল লাগিয়ে দিন।

৪। ২ থেকে ৩ দিন পরে গোটাটি একটা ঘা তে পরিণত হবে সামান্য পয়জন হতেও পারে নাও হতে পারে। এই ঘা টা পুনরায় খুটে আবার কেরোসিন তেল বা পটাশ লাগিয়ে দিতে হবে।

৫। এভাবে ৩ থেকে ৪ বার কেরোসিন তেল বা পটাশ লাগালে কবুতরের এই সমস্যা দূর হবে।

ফার্মসএন্ডফার্মার/২৮জানু২০২০