যেভাবে নবজাতক বাছুরের যত্ন নিবেন

1670

pabna-news-pic-68991-1544878455গরু পালন করে অনেকেই তাদের বেকারত্ব দূর করে স্বাবলম্বী হচ্ছেন। গরু পালনের ক্ষেত্রে বাছুরের যত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন জেনে নেই নবজাতক বাছুরের যত্নে যা করা প্রয়োজন সে সম্পর্কে-

নবজাতক বাছুরের যত্নে যা করা প্রয়োজন:
১। বাছুর জন্মের পর গাভীর শাল দুধ খাওয়াতে হবে। এতে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ও সুস্থ ও সবল থাকবে।

২। বাছুর জন্মের ৩ থেকে ৭ দিন পর মাটি খেতে চায় বা সুযোগ পেলেই মাটি খায় তা খেয়াল রাখতে হয় ও বাছুরকে মাটি খাওয়া থেকে বিরত রাখতে হবে।

৩। বাছুরকে প্রতিদিন পরিমাণ মতো দুধ খেতে দিতে হবে টানা ৯০ দিন। বাছুরকে দুধ কম খেতে দিলে বাছুর অপুষ্টিতে ভুগবে।

৪। বাছুরের বয়স ৯০ দিন পার হলে অল্প অল্প পরিমাণ মতো দানাদার খেতে চাইবে, তখন তা পরিমাণ মতো খেতে দেন পাশাপাশি বাছুরকে সুস্থ ও সবল রাখতে গাভীর দুধ খাওয়াতে হবে। দুধ খাওয়া বন্ধ করা যাবে না।

৫। বাছুরের থাকার জায়গা সবসময়ই জীবাণু মুক্ত ও পরিষ্কার রাখতে হবে। কোন ভাবেই উক্ত জায়গা সবসময়ই ভেজা না থাকে তা খেয়াল নিতে হবে।

৬। বাছুরের বয়স ১৫ দিন থেকে ১ মাস হলে কৃমি মুক্ত করতে হবে। তবে কৃমিনাশক সুস্থ শরীরে দিতে হবে।

ফার্মসএন্ডফার্মার/৩০জানু২০২০