ছাগল মোটাতাজাকরণের মাধ্যমে সফল হতে করণীয়

3720

Goat-5b3a1287cdcce
ছাগল মোটাতাজাকরণের মাধ্যমে সফল হওয়ার জন্য আমাদের কি করতে হবে তা আমাদের অনেকেরই জানা নেই। ছাগল পালনে লাভবান হওয়ার জন্য ছাগল মোটাতাজাকরণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছাগল মোটাতাজাকরণ করা মাধ্যমে সহজেই লাভবান হওয়া যায়। আজ চলুন জেনে নেওয়া যাক ছাগল মোটাতাজাকরণের মাধ্যমে কিভাবে লাভবান হওয়া যায় সেই সম্পর্কে-

ছাগল মোটাতাজাকরণের মাধ্যমে সফল হওয়ার উপায়ঃ
ছাগল পালনে লাভবান হওয়ার জন্য মোটাতাজা করার ক্ষেত্রে যে সকল বিষয় খেয়াল রাখতে হবে তা নিচে দেওয়া হল-

১। ছাগল পালন করে লাভবান হওয়ার জন্য ভাল মানের ব্রিড সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভাল মানের ব্রিড সংগ্রহ করতে না পারলে উন্নত মানের ছাগল পাওয়া যায় না। আর ভাল মানের ছাগল সংগ্রহ করার মাধ্যমেই ছাগল পালনে লাভবান হওয়া যায়।

২। ছাগল পালন করে লাভবান হওয়ার জন্য ভাল মানের ছাগল বাছাই করা সবচেয়ে জরুরী। ছাগল পালন করতে রোগমুক্ত কিন্তু শুকনো শরীরের ছাগল নির্বাচন করতে হবে। এতে এই ছাগলকে পরিচর্যা ও খাদ্য প্রদানের মাধ্যমে সহজেই মোটাতাজা করা যায়। আর এই মোটাতাজা করা ছাগল থেকে সহজেই লাভবান হওয়া যায়।

৩। ছাগল পালনে লাভবান হওয়ার জন্য ছাগলের কৃমি দমন করা অতি গুরুত্বপূর্ণ একটি কাজ। ছাগলকে সঠিক সময়ে কৃমি মুক্ত করাতে না পারলে ছাগলের স্বাস্থ্য ব্যবস্থার অবনতি হয়ে থাকে। তাই ছাগলকে প্রতি ৪ মাস পর পর কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে।

৪। ছাগল পালনে লাভবান হওয়ার জন্য ছাগলকে রোগমুক্ত রাখতে হবে। আর ছাগলকে রোগমুক্ত রাখার জন্য ছাগলকে সময়মতো সংক্রামক রোগের ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। এক্ষেত্রে ছাগলকে প্রতি বছর রোগের ধরণ অনুযায়ী বিভিন্ন রোগের ভ্যাকসিন প্রদান করতে হবে।

৪। ছাগলকে মোটাতাজা করার জন্য একটি নির্দিষ্ট সময়কাল নির্ধারণ করতে হবে। এতে করে একটি সময় অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে।

৫। ছাগলের খামার থেকে লাভবান হওয়ার জন্য ছাগলকে খাদ্য প্রদান করা অতি গুরুত্বপূর্ণ বিষয়। মূলত ছাগলের খাদ্য ব্যবস্থার উপর ভিত্তি করেই ছাগলের স্বাস্থ্য নির্ভর করে থাকে। তাই ছাগল পালনে লাভবান হবে খাদ্য ব্যবস্থার উপর জোর দিতে হবে। এক্ষেত্রে ছাগলের বয়স অনুযায়ী খাদ্য তালিকা করতে হবে।

৬। ছাগলের স্বাস্থ্য ভাল রাখার জন্য ছাগলকে যথাসম্ভব ছেড়ে দিয়ে পালন করতে হবে। এর ফলে যেমনি ছাগলের শরীর সুস্থ থাকবে তেমিন আনুসাঙ্গিক খরচও কমে আসবে অনেকগুনে।

৭। ছাগলের নিয়মিত কিছু দুর্ঘটনা ও সাধারণ রোগের চিকিৎসা ব্যবস্থা পালনকারীদের জেনে রাখতে হবে। এর ফলে সামান্য সমস্যাতেই ডাক্তার ডাকতে হবে না। যার কারণে চিকিৎসা খরচ থেকে বেঁচে যাওয়া যায়।

৮। ছাগল পালনে লাভবান হওয়ার জন্য নিয়মিত ছাগলের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। প্রয়োজনে নিয়মিত ছাগলের ওজন মাপতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২১মার্চ২০