মাছ চাষের প্রকল্প যেসব কারণে বন্ধ হতে পারে সে সম্পর্কে আমাদের অনেকেরই কোন ধারণা নেই। আমাদের দেশের প্রকৃতিতে মাছের উৎপাদন কম হওয়ার কারণে পুকুরে মাছ চাষ বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই আবার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাছের চাষ করছেন। সঠিক পদ্ধতি অবলম্বন করে মাছের চাষ করলে মাছ চাষে সহজেই লাভবান হওয়া যায়। মাছের চাষ করার সময় অনেক সময় ভুল পদ্ধতি কিংবা ভুল সিদ্ধান্ত গ্রহণের ফলে মাছ চাষে লোকসান হয়ে থাকে। আসুন আজকে আমরা জেনে নেই মাছের প্রকল্প যেসব কারণে বন্ধ হতে পারে সেই সম্পর্কে-
মাছ চাষের প্রকল্প যেসব কারণে বন্ধ হতে পারেঃ
মাছ চাষের প্রকল্প যেসব কারণে বন্ধ হতে পারেঃ মাছ চাষে লোকসান করাসহ বিভিন্ন জটিলতার কারণে অনেক সময় মাছ চাষের প্রকল্প বন্ধ হতে পারে। নিচে সেগুলি দেওয়া হল-
১। মাছের চাষ প্রকল্প বন্ধ হওয়ার অন্যতম কারণ হল মাছের খাদ্য খরচ। মাছ চাষে খাদ্য খরচ অনেক বেশি হলে এবং সেই তুলনায় মাছের উৎপাদন কম হলে সেই মাছের প্রকল্প থেকে অনেক সময় লোকসান হয়ে থাকে। মাছ চাষে অতিরিক্ত এই লোকসানের কারণে মাছের চাষিরা তাদের এই প্রকল্প বন্ধ করে দেন।
২। মাছ চাষের প্রকল্প সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে না পারলে অনেক সময় মাছের সেই প্রকল্প থেকে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী মাছের চাষ করে উৎপাদন পাওয়া যায় না। অনেকেই সখের বসে মাছের প্রকল্প চালু করে থাকেন। পরে সেই প্রকল্পে তেমন কোন কার্যক্রম পরিচালনা করেন না। ফলে মাছের চাষ করে লোকসান করে ফেলেন এবং মাছের প্রকল্প বন্ধ করে দেন।
৩। মাছ চাষের জন্য দীর্ঘ কোন পরিকল্পনা গ্রহণ না করলে অনেক সময় মাছের প্রকল্প বিফলে যায়। দীর্ঘ পরিকল্পনা না থাকার কারণে মাছের প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে।
৪। সঠিক মৌসুমে মাছের প্রকল্প চালু না করা হলে মাছ চাষ করে অনেক সময় লোকসানে পড়তে হয়। আর ভুল মৌসুমে মাছের প্রকল্প চালু করার ফলে ক্ষতি হওয়ার কারণে মাছের প্রকল্প বন্ধ হতে পারে।
৫। মাছের চাষের প্রকল্পের জন্য চাষের পরিবেশ উপযোগী মাছ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাছের প্রকল্পের জন্য সঠিক জাতের মাছ নির্বাচন করতে না পারলে মাছের প্রকল্পে লোকসান হতে পারে। আর এই ক্ষতির কারণে মাছের প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে।
৬। মাছের প্রকল্পে মারাত্মক রোগের দেখা দিলে এবং সেই রোগের কারণে মাছ চাষে কোন বড় লোকসান কিংবা ক্ষতি হলে সেই কারণেও মাছের চাষ প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে।
ফার্মসএন্ডফার্মার/৩০মার্চ২০