নাহিদ বিন রফিক, বরিশাল প্রতিনিধি: আজ পিরোজপুরের ডিএই সম্মেলনকক্ষে দু’দিনব্যাপি উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন তালুকদার। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষিদের জন্য কৃষি সহায়ক প্রকল্পের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশিক্ষণ অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিখি ছিলেন প্রকল্পের কনসালটেন্ট ডিএই পরিচালক (অব.) ড. আব্দুল মালেক তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ হোসেন, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আলমগীর বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দক্ষিণাঞ্চলে কৃষির রয়েছে যথেষ্ট সম্ভাবনা। এরই অংশ হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ প্রকল্পটি অনন্য। আগামীতে আরও বড় বড় প্রকল্পের সাথে আমাদের সেবা করার সুযোগ আছে। তাই কৃষির মাধ্যমে এ অঞ্চলীয় মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে একসাথে কাজ করতে হবে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি রলেন, আপনারা জানেন মিষ্টিমাল্টার জন্য পিরোজপুরের সুখ্যাতি বিরাজমান। এখানে ইতোমধ্যে ৩ শ’ ৩৮ টি বাগান স্থাপন হয়েছে। বর্তমানে আড়াই লাখ চারা বিক্রির জন্য প্রস্তুত। এখন প্রয়োজন কৃষকদের উদ্বুদ্ধ করে বাগানের সংখ্যা যতোটা বাড়ানো সম্ভব। অনুষ্ঠানে ৩০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।