খামারের জৈব নিরাপত্তা জোড়দার করবেন যেভাবে

602

১। বাচ্চা সেডে ঢুকানোর পূর্বে সেডটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। ঝাড়ু দিয়ে পিটিয়ে পিটিয়ে সেডের সমস্ত আলগা ময়লা,নেটের ময়লা,মাকড়সার জাল ইত্যাদি বের করে সেড হতে অনেক দূরে নিয়ে ফেলে দিবেন।

২। এবার কাপড় কাচার পাউডার /ব্লিচিং পাউডার পানিতে গুলিয়ে ঝাড়ু দিয়ে সমস্ত সেডের ফ্লোর, সাইড ধুয়ে নিন।

৩। তারপর চুন গুলে ফ্লোর,ফার্মের বাইরে ৩/৪ ফিট বাহির পর্যন্ত পুরো করে দিয়ে দিন।

৪। লক্ষনীয় এবার কমপক্ষে ৭ দিন অপেক্ষা করুন। এক ব্যাচ মুরগী বিক্রির পরে কমপক্ষে ১৫ দিন অপেক্ষা করা উচিৎ।

৫। সেডের চারপাশে ৩-৫ ফিট দূর দিয়ে বাশের/প্লাস্টিক নেটের ইত্যাদির বেড়া দিয়ে দেয়া যেতে পারে।যাতে শেয়াল,বিড়াল, কুকুর, দর্শনার্থী ইত্যাদি হতে মুরগী নিরাপদ দূরত্বে থাকে।

৬। সেডে যাতে কোন পাখি ঢুকতে না পারে তার ব্যবস্থা নিন।পাখি এক ফার্ম হতে অন্য ফার্মে অসুখ ছড়ায়।সালমোনেলা, এন্টারাইটিস, গামবোরো, রানীক্ষেত ইত্যাদি ছড়ায়।

৭। ফার্মে ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ,খাদ্য কোম্পানির রিপ্রেজেনটেটিভ ঢুকতে দেবেন না।এরা আরও ক্ষতিকর। এরাও বিভিন্ন ফার্মে তাদের প্রোডাক্ট এর বিজ্ঞাপন দিতে গিয়ে নানা রকম রোগের বাহন হিসেবে কাজ করে।

৮। ইদুরের আক্রমণ শুরু হতে নিয়ন্ত্রণ করুন। ইদুরের সবচেয়ে ভালো বিষ ব্রোমাডিয়লন গ্রুপের – ল্যানিরাট/ব্রমাপয়েন্ট/র‍্যাটোনিল ইত্যাদি। এগুলো সারের বা কিটনাশকের দোকানে পাবেন।

ফার্মসএন্ডফার্মার/২৬সেপ্টেম্বর২০