মাছের খাবার এবং তুতোর ব্যবহার

618

সূর্যোদয়ের আগে ফিডিং না করানোই উচিৎ। কেননা, মাঝ রাত থেকে শুরু করে, সূর্যোদয়ের আগ পর্যন্ত পানিতে অক্সিজেনের ঘাটতি থাকে।

পুকুরে নতুন পানি প্রবেশ করালে, শতকে ১০০/ ২০০ গ্রাম (পানির গভীরতা বুঝে) লবন প্রয়োগ করা উচিৎ।

সপ্তাহে একদিন ফিডিং বন্ধ রাখলে, মাছের বিপাকীয় তন্ত্র বিশ্রাম পায়। মাছের খাবারে রুচি বারে। পানির পরিবেশ ভাল রাখতেও কিছুটা ভূমিকা রাখে।

অতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত গরমে, ফিডিং বন্ধ রাখাই উত্তম।

শিং, মাগুরের পুকুরে ভাইরাস লাগলে, তুতের উপরে ঔষধ নেই।
তুতে প্রয়োগে ১/২ দিনের মধ্যেই ফলাফল পাওয়া যায়। তবে, মাত্রাতিরিক্ত প্রয়োগ করলে, বাংলা মাছ সাথে, সাথেই মারা যায়।

ফার্মসএন্ডফার্মার/০৬অক্টোবর২০