যারা মাচাতে মুরগী পালন করেন তারা অনেক সময় শেডের দুর্গন্ধের কারণে পাশ্ববর্তী মানুষদের কাছে সমালোচিত হন। কারণ মাচা পদ্ধতিতে মুরগীর ড্রপিং মাচার নিচে মাটিতে পড়লে সেখানে ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন শুরু হয়।
মুরগীর বয়স বৃদ্ধির সাথে সাথে ড্রপিং এর পরিমান বৃদ্ধি পায় এবং দুর্গন্ধও বৃদ্ধি পায় সেই সাথে বাড়ে মানুষের অভিযোগ, সমালোচনা।
শেডের দুর্গন্ধ হ্রাস করতে এক্ষেত্রে পুরো মাচার নিচে এমন মশারীর মত নেট ব্যবহার করা যেতে পারে। এটি ব্যবহার করলে মুরগীর ড্রপিং মাটিতে না পড়ে মশারীতে পড়বে।
ফলে ব্যকটেরিয়াল ডিকম্পোজিশনের মাধ্যমে দুর্গন্ধ সৃষ্টি হবার সম্ভাবনা কমে যাবে। এর আরো একটি সুবিধা হচ্ছে ড্রপিং মশারীতে জমা হয়ে সহজে শুকিয়ে যায় এবং সহজেই তা সংরক্ষণ করে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়।
বি.দ্র: প্রতিটি ব্যাচ শেষে মশারীটা খুলে ভালমত পরিষ্কার ও জীবানুমুক্ত করে পুনরায় ব্যবহার করা যাবে বা করতে হবে।
ফার্মসএন্ডফার্মার/০৭ফেব্রুয়ারি২০২১