গরুকে পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়াবেন কেন?

942

যেসব কারণে গাভীকে পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়ানো প্রয়োজন সেগুলো গরুর খামারিদের সঠিকভাবে জেনে রাখা দরকার। গরু পালনে লাভবান হওয়ার ক্ষেত্রে খাদ্য বিশেষ করে কাঁচা ঘাস খুবই গুরুত্বপূর্ণ। কাঁচা ঘাস প্রদানের মাধ্যমে সহজেই গরুর খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব হয়। আজকের এ লেখায় আমরা জেনে নিব যেসব কারণে গাভীকে পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়ানো প্রয়োজন সেই সম্পর্কে-

যেসব কারণে গাভীকে পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়ানো প্রয়োজনঃ
১। গাভীকে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে খাওয়ালে গাভীর দুধ উৎপাদন অনেকটাই বৃদ্ধি পায়। ফলে খামারিরা সহজেই লাভবান হতে পারবেন।

২। গাভীকে কাঁচা ঘাস খাওয়ানোর ফলে খামারের দৈনন্দিন খাদ্য খরচ কমে যায়।

৩। কাঁচা ঘাস খাওয়ানোর ফলে গাভী সুস্থ্য ও সবল বাচ্চার প্রসব বা জন্ম দেয়।

৪। গাভীকে কাঁচা ঘাস খাওয়ানোর ফলে গাভীর প্রসব বা জন্মের সময় বাচ্চার মৃত্যু হার অনেক কমে যায়।

৫। পর্যাপ্ত কাঁচা ঘাস খাওয়ানোর ফলে গাভীর কৃত্রিম প্রজননের সফলতা পাওয়া যায়।

৬। গাভীকে কাঁচা ঘাস প্রদান করা হলে দানাদার খাদ্যের প্রয়োজনীয়তা কম হয়। এর ফলে খামারের উৎপাদন খরচও কম হয়।

৭। পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়ানোর ফলে কৃত্রিম প্রজননের মাধ্যমে যে বাচ্চার জন্ম নেয় তার দৈহিক ওজন কাংখিত মাত্রায় পাওয়া যায়।

ফার্মসএন্ডফার্মার/৯মার্চ২০২১