ছাগী হিটে না আসার কারণ

428

পাঠি হিট এ না আসার কারণ

১. বাচ্চা হওয়ার পর দুধ উৎপাদনে প্রচুর শক্তি ক্ষয় হয় তাই শরীর ভেঙ্গে যায়। এই সময় বাড়তি খাবার (দানাদার) দিতে হবে সাথে ক্যালসিয়াম (লাইম স্টোন ) ও মিনারেল দিতে হবে।

২. পাঠির বডি স্কোর অবশ্যই ৪ এ থাকতে হবে। বডি স্কোর খুব জরুরি হিট আনার জন্য।

৩. বাচ্চা হওয়ার ১ মাসের ভিতর কৃমি নাশক দিতে হবে (আলবেনডাজোল ) যেহেতু গাভিন অবস্থায় কৃমি নাশক দেয়া হয় কম।

৪. ivoclore বা amectin প্লাস চামড়ার নিচে ২৫ কেজি তে ১/২ সিসি দিতে হবে দ্বিতীয় মাসে
৩. সপ্তাহে ১ বার ADE৩ ইনজেকশন ৩ থেকে ৫ ml করে দিতে হবে।

৪. ব্রীড করানোর উপযুক্ত সময় হলো বাচ্চা দেয়ার ৩ মাস পর তাই ২ মাস পার হলে তৃতীয় মাসের প্রথম সপ্তাহে vitaphos ৩ ml করে ২ দিন পর পর ৫ বার দিন তারপর E সেল ইনজেকশন ৩ ml একবার দিবেন দ্বিতীয় সপ্তাহের শেষে। তৃতীয় সপ্তাহে হিমোভেট ৩ ml করে ৪৮ hour পর পর ৩ বার দিন। চতুর্থ সপ্তাহে ADE৩ আবার দিন। এর ভিতর পাঠি হিট এ চলে আসবে ইনশাল্লাহ।

বিঃ দ্রঃ জাত ভেদে ও হিট এ আশা নির্ভর করে তবে স্বাস্থ ভালো থাকলে ও ভিটামিন মিনারেল ঠিক থাকলে সময় মতো হিট আসবে। আমি কোনো Vet না উপরে যে তথ্য দেয়া হলো তা আমার ফার্ম এ ব্যবহার করে থাকি ও ভালো ফল পাওয়াতে সবার সাথে শেয়ার করা।

মনে রাখবেন সময় মতো ছাগল কে গাভিন করাতে না পারলে খামার লাভবান হওয়া সম্ভব না। ২ বছরে ৩ বার বাচ্চা হওয়া চাই।

ফার্মসএন্ডফার্মার/ ০৪ মে ২০২১