গাভীর অনুর্বরতা ও সাময়িক বন্ধ্যাত্ব দেখা দিলে করণীয়ঃ
পালন করা গরুতে বিভিন্ন কারণে অনুর্বরতা ও সাময়িক বন্ধ্যাত্ব দেখা দেয়। এমন সমস্যা দেখা দিলে যা করতে হবে সেগুলো নিচে দেওয়া হল-
অনুর্বরতা ও সাময়িক বন্ধ্যাত্ব হওয়ার কারণঃ
১। গাভীর শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও পুষ্টির সংকট দেখা দিলে অর্থাৎ গরুর শরীরে কোন কারণে পুষ্টিহীনতা দেখা দিলে।
২। গাভীর জরায়ুতে জীবাণুর সংক্রমণ দেখা দিলেও অনেক সময় সেই গাভীর বন্ধ্যাত্ব দেখা দিতে পারে।
৩। কোন কারণে গাভীর শরীর থেকে হরমোন ক্ষরণের অসমতা ও অনিয়ম দেখা দিলে গাভীর বন্ধ্যাত্ব দেখা দিতে পারে।
৪। যথাসময়ে গাভিকে সঠিক স্থানে সিমেন দিতে না পারলে কিংবা সিমেন প্রদানকারী অদক্ষ হলেও গাভীর বন্ধ্যাত্ব দেখা দিতে পারে।
৫। গাভীর ঋতু চক্র সঠিকভাবে নির্ণয় করতে না পারলেও অনেক সময় বন্ধ্যাত্ব দেখা দিতে পারে।
যা করতে হবেঃ
১। গাভীর বন্ধ্যাত্ব দেখা দিলে এই সমস্যা সমাধানে প্রথমেই সঠিক কারণ খুঁজে বের করতে হবে। কারণ খুঁজে বের করার পর সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২। গাভীর পুষ্টিহীনতা হলে প্রয়োজনীয় সুষম খাদ্য যেমন- ফসফরাস, কোবাল্ট, কপার ইত্যাদি প্রদান করতে হবে। এছাড়াও প্রতিদিন ২৫০ গ্রাম শুটকি, মাছের গুড়া ও চিটা গুড় এক সাথে মিশিয়ে খাওয়ালে উপকার হয়।
৩। গাভী বার বার গরম হলে সোডিয়াম কার্বনেটের ১% সলুশন দিয়ে জননতন্ত্র ধুয়ে দিতে হবে।
৪। গাভীর জরায়ুতে জীবাণুর সংক্রমন দেখা দিলে জীবানুনাশক দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে এবং পেসারি দিতে হবে।
ফার্মসএন্ডফার্মার/ ১৯জুন ২০২১