যে কারণে গরুর দুধ উৎপাদন কমে যায়

1331

একটি বিষয় আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে গরুর দুধ উৎপাদন কম হচ্ছে বা দুধ কমে যাচ্ছে। এর কারন ও প্রতিকার। আজ গরুর দুধ উৎপাদন কম হওয়ার কারন গুলো বিষয়ে আমার অভিজ্ঞতা টা সবার সাথে শেয়ার করছি। দুধ উৎপাদন কম বা কমে যাওয়ার অনেক কারন আছে। বিষয়গুলো নিচে দেওয়া হল।

১। গরুর জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে না পারলে।
২। দৈনন্দিন সঠিক পরিচর্যার অভাবে।
৩। পরিমিত পরিমাণে সুষম দানাদার খাদ্য উপাদান মিশ্রনের ব্যগাত ঘটলে।
৪। পর্যাপ্ত পরিমানে সুষম দানাদার খাদ্য সরবরাহ না করলে।
৫। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাদ্য সরবরাহ করলে।
৬। পর্যাপ্ত পরিমান পুষ্টিকর কাচা ঘাসের অভাবে।
৭। অতিরিক্ত শুকনো খড় খাওয়ালে করলে।

৮। ইউরিয়া মেলাসেস স্ট্র (ইউ এম এস) সঠিক মাত্রায় তৈরি না করে খাওয়ানোর ফলে।
৯। ২৪ ঘণ্টা পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ না করলে।
১০। গরুর জন্য সঠিক তাপমাত্রা ব্যবস্থা না করতে পারলে।
১১। দৈনিক একই সময়ে একই নিয়মে খাবার সরবরাহ না করলে।
১২। ঘন ঘন স্থান বা জায়গা পরিবর্তন করলে।
১৩। দুধের বাটের সমস্যা থাকলে।

১৪। গরু অসুস্থ বা পরিবহনজনীত ধকলের কারনে।
১৫। অসুখ হলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করতে পারলে।
মূলত এইসব কারনে গরুর দুধের উৎপাদন হয়। আগামিতে গরুর দুধ উৎপাদন বৃদ্ধির কৌশল গুলো নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ।

ফার্মসএন্ডফার্মার/ ০৪ জুলাই ২০২১