যেসব কারণে মনোসেক্স তেলাপিয়ার চাষ লাভজনক

448

যেসব বৈশিষ্ট্যের কারণে মনোসেক্স তেলাপিয়ার চাষ লাভজনক সেগুলো আমাদের দেশের বেশিরভাগ মৎস্য চাষিরাই জানেন না। বর্তমানে দেশের প্রাকৃতিক উৎসে মাছের উৎপাদন কমে যাওয়ায় অনেকেই পুকুরে মাছ চাষ শুরু করেছেন। পুকুরে চাষ হওয়া মাছের মধ্যে তেলাপিয়া মাছ অন্যতম। চলুন আজকে জানবো যেসব বৈশিষ্ট্যের কারণে মনোসেক্স তেলাপিয়ার চাষ লাভজনক সেই সম্পর্কে-

যেসব বৈশিষ্ট্যের কারণে মনোসেক্স তেলাপিয়ার চাষ লাভজনকঃ
১। মনসেক্স তেলাপিয়া মাছ ৩ থেকে ৪ মাস বয়সেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে। তাই কম সময়ে অধিক লাভ পেতে এই মাছের চাষ করা উত্তম।

২। মনোসেক্স তেলাপিয়া মাছ দ্রুত বর্ধনশীল ও অধিক ফলনশীল। এই মাছ ৫ থেকে ৮ মাসে ৫০০ থেকে ৮০০ গ্রাম ওজনের হয়ে থাকে। সাধারণত পুরুষ তেলাপিয়ার বৃদ্ধির হার স্ত্রী তেলাপিয়ার চেয়ে ৩০ ভাগ বেশি।

৩। মনসেক্স তেলাপিয়া পাখনার বর্ণ কিছুটা লালচে, আকার অনেকটা গোলাকার, ও পুরুত্ব বেশি। তাই বাজারে মূল্য বেশি পাওয়া যায়।

৪। মনসেক্স তেলাপিয়া মাছ অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মাছ।

৫। অগভীর জলাশয়, স্বচ্ছ এবং লবনাক্ত পানিতেও মনসেক্স তেলাপিয়া মাছ চাষ করা যায়।

ফার্মসএন্ডফার্মার/ ০৩ জুলাই ২০২১