গবাদিপশুর বাসস্থানের মশা-মাছি দূর করতে করণীয়

513

১লিটার পানির মধ্যে ২ মিলি তারপিন তেল (খাঁটি) ও ২ গ্রাম কর্পূর বা ন্যাপথালিন স্প্রে বোতলে নিয়ে গরুর গায়ে স্প্রে করবেন। ওলানে স্প্রে করলে এই গন্ধ দুধেও আসতে পারে। তাই ওলানে স্প্রে না করায় ভালো। তবে এতে মশা-মাছি আর কাছে আসবে না।

যারা গবাদিপশুর বাসস্থানের আশেপাশে গোবর রাখেন- তারা ১ লিটার পানিতে ১০ মিলি ফরমালিন এবং ২ টা ন্যাপথালিন গুড়া করে মিশিয়ে ছেঁকে নিয়ে স্প্রে বোতলে তুলবেন৷ তারপর প্রতি বর্গমিটারে ২৫০ মিলি করে স্প্রে করবেন। প্রথম সপ্তাহে দিনে তিন চার বার করে স্প্রে করবেন। পরবর্তীতে সপ্তাহে দুই দিন করে স্প্রে করবেন৷ এতে গবাদিপশুর বাসস্থানের মশা-মাছি দূর হবে।

** আপনার গবাদিপশুকে স্যাঁতসেঁতে জায়গায় রাখবেন না। শুকনো জায়গায় রাখুন। রোদ খাওয়ান। দিনে কমপক্ষে একঘন্টা রোদে রাখলেও শরীরে অটোমেটিক ভিটামিন ডি তৈরি হয়৷

পরামর্শ দিয়েছেন- ডাঃ মোঃ নূরুল আমিন। পরামর্শক, আডার হেলথ বাংলাদেশ কনসালট্যান্ট, রেনাটা এনিমেল হেলথ ডিভিশন।

ফার্মসএন্ডফার্মার/ ১০সেপ্টেম্বর ২০২১