পেঁপের সাদা মাছি পোকা

543

পোকা চেনার উপায় : খুব ছোট,দেহের রং হলুদাভ সাদা, নরম দেহ বিশিষ্ট,দুটি সাদা পাখা বিশিষ্ট ।

ক্ষতির ধরণ : এ পোকা পাতার নিচে থেকে রস চুষে খায়।খাওয়া স্থানে হলদে ছিট ছিট দাগ পাওয়া যায়।

ব্যবস্থাপনা :আক্রমণ বেশি হলে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক (যেমন এডমায়ার অথবা টিডো ৭-১০ মিলিলিটার ( ২ মুখ ) ১০ লিটার পানিতে মিশিয়ে )১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে। স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না।

পূর্ব-প্রস্তুতি :আগের ফসলের নাড় বা অবশিষ্ট অংশ ভালোভাবে ধ্বংস করা। আগাছা, মরা পাতা ও আবর্জনা পরিষ্কার করতে হবে। নিয়মিত জমি পর্যবেক্ষন করতে হবে।

অন্যান্য :সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার রস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা যায়।

ফার্মসএন্ডফার্মার/ ২০ সেপ্টেম্বর ২০২১