নওগাঁয় মুরগির কেজি ৭০০ টাকা!

515

নওগাঁ পৌর বাজারে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি মুরগি। এ ছাড়াও ব্রয়লার, লেয়ার, পাকিস্তানিসহ প্রতিটি মুরগির কেজিপ্রতি দাম বেড়েছে ৩০-৭০ টাকা পর্যন্ত।

সোমবার (২ মে) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। গত সপ্তাহে যে দেশি মুরগি ৪৫০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। সেই মুরগি আজকের বাজারে ৬৫০ থেকে ৭০০ টাকা কেজিতে বিক্রি করেছেন বিক্রেতারা।

ব্যবসায়ী বেলাল হোসেন জানান, চাহিদার তুলনায় দেশি মুরগীর আমদানি কম। তাছাড়া অন্যান্য জাতের মুরগির দাম বেড়ে যাওয়ায় দেশি মুরগির দামের ওপর প্রভাব পড়েছে।

নওগাঁ পৌর বাজারের মুরগি ব্যবসায়ী সমিতির সভাপতি ইউনুস আলী বাবু জানান, ঈদকে সামনে রেখে এই বাজারে ১৫ থেকে ২০ হাজার পিস দেশি মুরগির চাহিদা থাকলেও বাজারে আছে মাত্র ৮ থেকে ১০ হাজার পিস।

তিনি আরও জানান, আমদানি না থাকায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া খামারিরা ঈদকে সামনে রেখে অতিরিক্ত দামে মুরগি বিক্রি করছেন সাধারণ ব্যবসায়ীদের কাছে। এর প্রভাব পড়েছে সব জাতের মুরগির দামের ওপর।

ফার্মসএন্ডফার্মার/০২মে ২০২২