বর্ষাকালে মুরগির যত্নে আমাদের যা করতে হবে সে বিষয়ে আমাদের দেশের অনেক মুরগি পালনকারীরাই জানেন না। লাভজনক হওয়ায় আমাদের দেশে প্রচুর পরিমাণে মুরগির খামার গড়ে উঠেছে। ঋতুভেদে মুরগির খামারে নানা জটিলাতার দেখা দিয়ে থাকে। বিশেষ করে বর্ষাকালে মুরগি পালনে নানাবিধ সমস্যায় পড়তে হয়। আসুন তাহলে আজকে জেনে নেই বর্ষাকালে মুরগির যত্নে আমাদের যা করতে হবে সেই সম্পর্কে-
বর্ষাকালে মুরগির যত্নে আমাদের যা করতেঃ
মুরগি পালনকালে বর্ষাকালে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। নিচে বর্ষাকালে মুরগির যত্ন নিয়ে আলোচনা করা হল-
১। বর্ষাকালে মুরগি পালনে যেসব জটিলতা দেখা যায় এর মধ্যে অন্যতম হল মুরগির খাদ্য সংকট। বর্ষার সময়ে মুরগি ঘরের বাইরে গিয়ে প্রাকৃতিক খাদ্য গ্রহণ করতে পারে না। সেজন্য মুরগির খাদ্য বর্ষার আগেই মজুদ রাখতে হবে। বর্ষার সময় সেই খাদ্য মুরগি ঘরে দিতে হবে।
২। বর্ষার সময়ে মুরগির ঘরে কোনভাবেই যাতে পানি প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মুরগির ঘরে পানি ওঠার সম্ভাবনা থাকলে বর্ষার আগেই মুরগির ঘর উচু করে ফেলতে হবে। আর ঘরের চালে ছিদ্র থাকলে তা ঠিক করে ফেলতে হবে।
৩। বর্ষাকালের শুরুতেই মুরগিগুলোকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। এতে মুরগিগুলোকে স্যাঁতস্যাঁতে পরিবেশেও কৃমি আক্রান্ত করতে পারবে না।
৪। বর্ষার সময়ে মুরগি খোলামেলা পরিবেশে যেতে পারে না। এর কারণে মুরগি শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে। এছাড়াও মুরগির ডিম দেওয়ার পরিমাণ অনেক কমে যায়। সেজন্য মুরগিকে ভিটামিন ও পুষ্টিকর খাদ্য প্রদান করতে হবে। মাঝে মাঝে মুরগির ঘরের বিছানা পরিষ্কার করতে হবে।
৫। বর্ষাকালে মুরগির শরীরে নানাবিধ রোগের আক্রমণ লক্ষ্য করা যায়। এজন্য এই সময়ে মুরগির রোগের লক্ষণ দেখা দেওয়া মাত্রই চিকিৎসা করাতে হবে। প্রয়োজনে আক্রান্ত মুরগিকে আলাদা করে রাখতে হবে।
ফার্মসএন্ডফার্মার/১২মে ২০২২