১। পুকুর বা জলাশয়ের পাড় মেরামত করতে হবে।
২। শাখাযুক্ত গাছপালা, আগাছা, ঝোপ-ঝাড় থাকলে পরিষ্কার করতে হবে।
৩। রাক্ষুসে মাছ থাকলে (সেচ দিয়ে/জাল টেনে বা রোটেনন/ফসটক্সিন প্রয়োগ) দমন করতে হবে।
৪। চুন ১ কেজি/শতাংশ অথবা জিওলাইট ২০০ গ্রাম/শতাংশ।
৫। মাটি শক্ত ও শুকনা থাকলে চাষ দিতে হবে।
৬। যে হারে জৈব ও অজৈব (রাসায়নিক) সার প্রয়োগ করতে হবে তা হলো:
সারের নাম | পরিমাণ/শতাংশ | মন্তব্য/নির্দেশিকা |
গোবর | ৭-১০ কেজি | কাঁচা গোবর প্রয়োগ উচিত নয়। গোবর পচা ও গ্যাসমুক্ত হওয়া ভালো। |
হাঁস মুরগির বিষ্ঠা | ৪-৬ কেজি | লেয়ার মুরগির বিষ্ঠা উত্তম। ব্রয়লার লিটারের ক্ষেত্রে ধানের তুষের লিটার ব্যবহার করা যায়। |
কম্পোস্ট সার | ১০-১৫ কেজি | জৈব ও অজৈব উপাদানের তৈরি বলে উৎপাদনশীলতা বেশি। |
টি এস পি | ১৫০-২০০ গ্রাম | অজৈব সার উদ্ভিজ্য কণা বৃদ্ধিতে সহায়তা করে। |
ইউরিয়া | ১৫০-২০০ গ্রাম |
সতর্কতা: গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা অথবা কম্পোস্ট একসাথে ব্যবহার করা যাবে না।