ব্রয়লার মুরগির দাম কমেছে প্রতি কেজিতে ১০ টাকা। ডিমের দাম স্থিতিশীল থাকার পর বাড়তে পারে। খামারি পর্যায়ে ১৪৫-১৫০ টাকা দাম হলেও তা খুচরা বাজারে এসে ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
আজ সোমবার (৩১ অক্টোবর) সকালে রাজশাহীর সাহেববাজার, নিউ মার্কেট মাস্টার পাড়া, শালবাগান সবজি বাজার ঘুরে এমনটা জানা যায়।
জানতে চাইলে ফাহিম ডিম ভান্ডারের মালিক মাসুদরানা বলেন, ডিমের দামে খামারিরা কিছুটা লাভবান হচ্ছেন। খাবারের দাম বেশি থাকলে লাভ কিছুটা কম হয়। লাল ডিম পাইকারিতে হালি ৪৪ টাকা টাকা আর সাদা ডিম ৪২ টাকা দরে বিক্রি করছি। মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের চেয়ে স্থিতিশীল।
মুরগি দোকানদার মিঠু হোসেন বলেন, ব্রয়লার মুরগি আগের সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে ১৬০ টাকা কেজি, অপরিবর্তিত থেকে সোনালী মুরগি ২৯০ টাকা এবং দেশি মুরগি ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ফার্মসএন্ডফার্মার/ ৩১অক্টোবর ২০২২