মুরগির খামারে রোগের প্রাদুর্ভাব কমাতে প্রতিরোধ ব্যবস্থা

527
  • নির্দিষ্ট লোক ব্যতীত অন্য কেউ যেন ফার্মে প্রবেশ না করে।

  • শেডে প্রবেশের পূর্বে গোসল করে নির্দিষ্ট ড্রেস পরে নিতে হবে।

  • ভিজিটরদের রেকর্ড রাখতে হবে।

  • হাত এবং বুট জুতা শেডে ঢুকার পূর্বে ও পরে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে।

  • পরিষ্কার ও জীবাণুমুক্ত করে সকল যন্ত্রপাতি শেডে ঢুকাতে হবে।

  • কম বয়সের বাচ্চার শেড আগে পরিদর্শন করতে হবে।

  • অল ইন অল আউট পদ্ধতিতে ব্রয়লার পালন করে উচিত।

  • কার্যকর ইঁদুর ও পোকামাকড় দমন নীতি অবলম্বন করতে হবে।