লিটার ও শেডের পরিবেশ ব্যবস্থাপনা

329
  • পরিষ্কার ধুলামুক্ত অটোরাইসমিলের লিটার বা তুষ ব্যবহার করতে হবে।

  • লিটারের পুরুত্ব হবে গ্রীষ্মকালে ২-৩ ইঞ্চি এবং শীতকালে ৪-৫ ইঞ্চি। প্রতিদিন দুইবার লিটার রেকার বা আচড়া দিয়ে অথবা পা দিয়ে রেকিং বা আচরিয়ে দিতে হবে।

  • লিটার জমাট বেধে শক্ত হয়ে গেলে বা কেক এর মত হয়ে গেলে শেড থেকে বের করে ফেলতে হবে।

  • যে সমস্ত শেড পরিবেশ নিয়ন্ত্রিত নয় সেগুলো আবহওয়ার তারতম্য অনুসারে ২৪ ঘন্টাই পর্যবেক্ষণ করতে হয়।

  • শেডের পর্দা বায়ু প্রবাহ, তাপমাত্রা, অ্যামোনিয়া গ্যাসের তারতম্যে উঠাতে এবং নামাতে হবে।