ময়মনসিংহের ত্রিশালে স্কুল শিক্ষার্থীদের মাঝে প্রাণিজ পুষ্টির যোগান সুস্থ ও মেধাবী জাতি গড়ার লক্ষে উপজেলা প্রাণি সম্পদ অফিস ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই)উপজেলার কাজীর শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুধ পান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান,সাবেক সংসদ সদস্য,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব আব্দুল মতিন সরকার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা. শমিষ্ঠা ভট্রাচার্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. তানজিলা ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আলী সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন কাজীর শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা পারভীন।
প্রাণীসম্পদ অফিসের বিশ্বস্ত সূত্রে জানা যায়,জেলার ৫টি উপজেলার মধ্যে ত্রিশালের কাজীর শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীকে ২০০ মিলি দুধ প্রতিদিন বিনামূল্যে দেওয়া হবে।