মেহেরপুর সদরে ‘আম চাষে ব্যাগিং প্রযুক্তি ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

323

2

এ.টি.এম. ফজলুল করিম, মেহেরপুর থেকে: উপজেলা কৃষি অফিসের আয়োজনে ফ্রুটব্যাগিং প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার শীর্ষক দিনব্যাপি এক কৃষক প্রশিক্ষণ গত ১১ এপ্রিল মেহেরপুর সদরের ঝাঊবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম কামরুজ্জামান’র সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক কৃষিবিদ এস.এম. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ স্বপন কুমার খাঁ এবং উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আম আমাদের সবার প্রিয় এবং পছন্দের ফল। দেশে দিন দিন এর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ফলে নিজেদের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। বর্তমানে এশিয়া, ইউরোপসহ অন্যান্য মহাদেশের বেশ কয়েকটি দেশে বাংলার সুস্বাদু এ আম পাঠানো হয়েছে। এখন জৈব পদ্ধতিতে বিষমুক্ত এবং স্বাস্থ্যসম্মত আম উৎপাদন করতে হবে। এ লক্ষে অধিক এবং নিরাপদভাবে আম উৎপাদনে ফ্রুটব্যাগিং একটি কার্যকরি পদ্ধতি। এর মাধ্যমে চাষিরা কাঙ্ক্ষিত ও বিশুদ্ধ আম উৎপাদন করে অনায়াশে লাভবান হতে পারে। বালাইমুক্ত আম উৎপাদন ও ইউরোপীয় ইউনিয়নে রপ্তানির লক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ৫০ জন চাষি হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে ফ্রুটব্যাগ দেয়া হয়।