[su_slider source=”media: 4157,4158,4159,4160,4161″ title=”no” pages=”no”] [/su_slider]
সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষির উন্নতি হলে দেশের উন্নতি হবে। যে দেশের কৃষি যতো ডিজিটাল সে দেশের কৃষি ততো উন্নত। দেশকে উন্নত করতে হলে কৃষির পাশাপাশি তথ্যকে সমৃদ্ধ করতে হবে। তথ্য ব্যতিত কোনো ব্যক্তি উন্নতির দিকে এগোতে পারে না। আর ব্যক্তি উন্নত না হলে দেশও উন্নত হবে না। তাই নিজেকে সামনে এগিয়ে নিতে হলে তথ্য জানার কোনো বিকল্প নাই। বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের উদ্যোগে দেশে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কৃষি ও সাধারণ জ্ঞানের ফোন ইন অনুষ্ঠান সেরা ধীমান ২০১৬। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর মেডিকিল কলেজ, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ উত্তরবঙ্গের অনেক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ১ শ’ ৫ জন শিক্ষাথী এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটিকে তিব্র প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত করে তুলেছিল। অনুষ্ঠানটি চলে পুরো এক বছর ধরে। এতে কৃষি ও অন্যান্য সাধারণ জ্ঞানের সর্বমোট প্রায় সাড়ে পাঁচ হাজার প্রশ্ন করা হয়েছিল। মোট প্রতিযোগিদের মধ্য হতে প্রথমে কয়েক রাউন্ডে বাছাই করা হয়। বাছাই প্রক্রিয়া শেষে সেরা একুশ, সেরা দশ, সেরা পাঁচ এবং সেরা ধীমান নির্বাচন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন রংপুর বেতার কেন্দ্রের উপআঞ্চলিক পরিচালক ড. হারুন অর রশীদ। তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা করলে আমাদের বেতারের শ্রোতার সংখ্যা বাড়বে এবং তাদের জ্ঞান সমৃদ্ধ হবে।