নওগাঁর বদলগাছীতে সেক্স ফেরোমোন ফাঁদের মাঠদিবস অনুষ্ঠিত

407

Badalgasi

মো. দেলোয়ার হোসেন, নওগাঁ প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গত ৮ মে নওগাঁর বদলগাছীস্থ আক্কেলপুর গ্রামে সেক্স ফেরোমোন ফাঁদের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ইউপি. সদস্য মো. হারুর অর রশীদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ড. মো: আব্দুল আজিজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান আলী ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোছা. সালমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুমড়া জাতীয় সবজি ফসলে রোগের তেমন কোনো প্রভাব দেখা না গেলেও পোকার আক্রমণ বিশেষভাবে লক্ষণীয়। এসব সবজিতে অন্যান্য পোকার আক্রমণ হলেও ক্ষতির পরিমাণ কম হয়। কিন্তু ফলের মাছি পোকা ব্যাপক ক্ষতি করে। ফলে বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদন করা সম্ভব হয় না। তাই এ থেকে পরিত্রাণের জন্য সেক্স ফেরোমোন ফাঁদ খুবই গুরুত্বপুর্ণ। এ ফাঁদ ব্যবহার করে ফলের মাছি পোকা দমন করা সম্ভব। তিনি আরো বলেন, মৌসুমে মাত্র দু’বার ব্যবহার করে বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদন করা যায় । সেক্স ফেরোমোন ফাঁদ ব্যবহার করে কুমড়া জাতীয় সবজি উৎপাদনে এগিয়ে আসার জন্য তিনি কৃষকদের অনুরোধ জানান। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ এবং কৃষকসহ প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন।